Featured Post

ইসলামিক প্রশ্ন উত্তর পর্ব: ৪


ইসলামিক প্রশ্ন উত্তর

ইসলামিক প্রশ্ন উত্তর পর্ব

 প্রশ্ন ১: মেয়েদের পর্দা করার যেমন নিয়ম আছে পর-পুরুষ,দেবরের সামনে; পুরুষদের কি তেমন কোনো নিয়ম আছে? নিজের ভাবি,মেয়ে ফ্রেন্ড ,বন্ধুর বৌয়ের এর ক্ষেত্রে ?পুরুষরা কিভাবে নিজেদের পর্দা বজায় রাখবে?

উত্তর :

পুরুষদের পর্দার বিষয়ে মহান আল্লাহ তায়ালা বলেন,

‘হে নবী! মুমিন পুরুষদের বলে দিন তারা যেন তাদের দৃষ্টি অবনমিত রাখে এবং যৌন পবিত্রতা রক্ষা করে চলে। এটাই তাদের জন্য পবিত্রতম পন্থা। নিশ্চয়ই তারা যা কিছু করে আল্লাহ তা অবহিত। (সূরা আননূর : ৩০)।

জারির ইবনে আবদিল্লাহ বাজালি (রা.) থেকে বর্ণিত- তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা.)-কে কোনো নারীর প্রতি হঠাৎ দৃষ্টি পড়ে যাওয়ার ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেন, সাথে সাথেই দৃষ্টি সরিয়ে নেবে (সহিহ মুসলিম)।

বুরাইদা (রা.) থেকে বর্ণিত- তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) আলী (রা.)-কে বললেন, হে আলী! দৃষ্টির ওপর দৃষ্টি ফেলো না। হঠাৎ যে দৃষ্টি পড়ে ওটা তোমার ক্ষমার্হ; কিন্তু পরবর্তী দৃষ্টি তোমার জন্য ক্ষমাহীন পাপ (হাদিসটি বর্ণনা করেছেন ইমাম আবু দাউদ (রহ.)।

চাচাতো খালাতো ফুফাতো বোন,ভাবি,চাচি,মামি, মেয়ে ফ্রেন্ড এদের কারো সামনে এসে অপ্রয়োজনীয় আলাপ আলোচনা করা যাবেনা।চোখের হেফাজত করতে হবে। বেগানা মেয়েদের দিকে তাকালেও পাপ হবে।


প্রশ্ন ২ : মানুষের মারা যাওয়ার পর তার আত্মা কি চল্লিশ দিন বা সাত দিন পর তার বাড়ির আশেপাশে ঘুরাঘুরি করে।এটা কি সঠিক ?

উত্তর:

না, এটা কুসংস্কার।


প্রশ্ন ৩: গান শুনলে কি শিরকের মতো গুনাহ হয়?

উত্তর: 

গান শুনা শিরক নয় বরং হারাম।

বর্তমান সময়ের এক বড় ফিতনা হলো গান-বাজনা। অধিকাংশ যুবক যুবতী এই গান-বাজনা,নাচে‌ আসক্ত। এটি শয়তানের এক ভয়াবহ ফাঁদ এবং যিনার‌ হাতিয়ার‌। অথচ, ইসলামে গান-বাজনা,নাচের কোনো অনুমতি নেই। আল্লাহ তায়ালা বলেন,

وَ مِنَ النَّاسِ مَنۡ یَّشۡتَرِیۡ لَہۡوَ الۡحَدِیۡثِ لِیُضِلَّ عَنۡ سَبِیۡلِ اللّٰہِ بِغَیۡرِ عِلۡمٍ ٭ۖ وَّ یَتَّخِذَہَا ہُزُوًا ؕ اُولٰٓئِکَ لَہُمۡ عَذَابٌ مُّہِیۡنٌ

"আর মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য অসার বাক্য কিনে নেয় জ্ঞান ছাড়াই এবং আল্লাহর দেখানো পথ নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করে। তাদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি।"(সূরা লুকমান‌:০৬)।

আয়াতে (لَهْوَ الْحَدِيثِ) তথা অসার বাক্যের তাফসিরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা:) সহ অনেক সাহাবী‌,তাবেয়ী‌ গান-বাজনাকে উদ্দেশ্য নিয়েছেন।

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম‌ বলেছেন, "নিশ্চয়ই আল্লাহ তাআলা মদ, জুয়া ও সব ধরনের বাদ্যযন্ত্র হারাম করেছেন।"(বায়হাক্বী, হাদীছ ছহীহ, মিশকাত:৪৫০৩ ; বাংলা ৮ম খন্ড:৪৩০)। হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রা:) একবার গানের শব্দ শুনতে পেয়ে তাঁর দুই কানে দুইটি আংগুল ঢুকিয়ে দিলেন। তিনি তখন হযরত নাফে‌ (রা:) কে বললেন,"আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম‌ এর সাথে পথ চলছিলাম। তখন তিনি গানের শব্দ শুনতে পেয়ে এভাবেই দুই কানে আঙুল ঢুকিয়ে রাস্তা থেকে সরে গিয়েছিলেন।"(আবু দাউদ:৪৯২৪)।

সুতরাং,বুঝা যাচ্ছে, গান-বাজনা,নাচ দেখা ও শুনা হারাম। যে গান-বাজনার শব্দ শুনতে পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম‌ কানে আঙুল দিয়েছিলেন বর্তমানে সেই গান-বাজনা শুনার‌ জন্য যুবকেরা কানে ইয়ারফোন লাগায়। আল্লাহ আমাদেরকে এই সমস্ত যিনার‌ উপকরণ এবং শয়তানের সন্তুষ্টি মূলক কাজ থেকে হেফাজত করুন ।আমিন। 


প্রশ্ন ৪: আমি পিরিয়ড হলে প্যাড ব্যবহার করি। ব্যবহারের পর প্যাড কিভাবে ফেলতে হবে ?

উত্তর: 

মাটিতে পুতে ফেলা উত্তম। কিন্তু অন্য কোথাও ফেললে গুনাহ হবে এমন না। সবার তো পুতে ফেলার সুযোগ নেই। (তবে রক্তসহ প্যাড যেখানে সেখানে ফেলা নিরাপদ নাহ, উচিত ও না)

আপনি ব্যাবহৃত প্যাড পানি দিয়ে রক্ত ধুয়ে ফেলে কোন ব্যাগে করে বা পলিথিনে পেচিয়ে ময়লায় ফেলতে পারেন। যাতে মাসিকের রক্ত দেখা না যায় এবং প্যাড সবার চোখে পড়ার মত না হয়।

অথবা উপ্রের শক্ত আবরণ ছিড়ে ফেলে তা পানিতে ধুয়ে ময়লায় ফেলে দেয়া যায়। 


প্রশ্ন ৫: মেয়েদের সাদা স্রাব কি পরিমানে বের হলে ওযু ভেঙে যাবে? নাকি সাদা স্রাব হলেই ওযু ভাঙে?

উত্তর: 

পায়জামায় যদি কয়েনের চেয়ে পরিমাণে কম সাদা স্রাব লাগে তাহলে সেই পায়জামা পড়ে নামাজ হবে।তবে পায়জামা পাল্টে নামাজ আদায় করাই উত্তম।



Related Posts

Comments