Featured Post

ইসলামিক প্রশ্ন উত্তর পর্ব: ২

 

ইসলামিক প্রশ্ন উত্তর পর্ব

ইসলামিক প্রশ্ন উত্তর পর্ব: ২ 

প্রশ্ন ১ : ফরজ গোসল কি ? কেন ফরজ গোসল করবো?

উত্তর : ফরজ গোসল ঐ গোসলকে বলা হয়, যা করা অপরিহার্য। বালেগ বয়সে নাপাক হলে অর্থাৎ কারো স্বপ্নদোষ হলে বা স্বামী-স্ত্রীর মিলনে গোসল ফরজ হয়।

ফরজ গোসলের কারণসমূহ :

১। যদি কামভাবের সাথে বীর্যপাত হয়। 

২। সহবাস করলে, যদিও বীর্যপাত না হয়। 

৩। স্বপ্ন দোষ হয়ে যদি বীর্য পাত হয়। (তিরমিযী শরীফ, হাদীস নং-১০৩,১০৫)

৪। মহিলাদের হায়েজ (পিরিয়ড) শেষ হলে। 

৫। মহিলাদের নেফাস (বাচ্চা প্রসবের পর রক্তপাত )

থেকে পাক হলে।

(ফিকহুল মুয়াস্সার, জামেউস সুনান)


প্রশ্ন ২ : ফরজ গোসলের নিয়ম কি ?

উত্তর : গোসলের ফরজ তিনটি-

১। একবার কুলি করা ফরজ।

আর গড়গড়ার সাথে কুলি করবেন। (যদি রোজাদার না হন) 

২। একবার নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছিয়ে পরিষ্কার করা ফরজ ।

৩। সমস্ত শরীরে ভালভাবে পানি পৌঁছানো ফরজ। (ফিকহুল মুয়াস্সার)

গোসলের সুন্নাত সমূহ : 

১. ফরয গোসলের পূর্বে ইস্তিঞ্জা অর্থাৎ পেশাব করা। (মুসান্নাফে আব্দুর রাজ্জাক, হাদীস নং-১০২০)

২. শুরুতে বিসমিল্লাহির রাহমানির রাহীম পড়া। (মুসনাদে আহমাদ, হাদীস নং-১২৬৯৪)

৩. পৃথকভাবে উভয় হাত কব্জিসহ ধোয়া। (বুখারী শরীফ, হাদীস নং-২৪৮)

৪. শরীর বা কাপড়ের কোন স্থানে নাপাকী লেগে থাকলে প্রথমে তা তিনবার ধুয়ে পবিত্র করে নেয়া। (মুসলিম শরীফ, হাদীস নং-৩২১)

৫. নাপাকী লেগে থাকলে বা না লেগে থাকলে সর্ব অবস্থায় গুপ্তাঙ্গ ধৌত করা। এরপর উভয় হাত ভালভাবে ধুয়ে নেয়া। (বুখারী শরীফ, হাদীস নং-২৪৯)

৬. সুন্নাত তরীকায় পূর্ণ উযূ করা। তবে গোসলের স্থানে পানি জমে থাকলে, গোসল শেষ করে পা ধৌত করবে। (বুখারী শরীফ, হাদীস নং-২৬০)

৭. প্রথমে মাথায় পানি ঢালা। (বুখারী শরীফ, হাদীস নং-২৫৬)

৮. এরপর ডান কাঁধে। (বুখারী শরীফ, হাদীস নং-২৫৪)

৯. এরপর বাম কাঁধে। (বুখারী শরীফ, হাদীস নং-২৫৪)

১০. অতঃপর অবশিষ্ট শরীর ভিজানো।(বুখারী শরীফ, হাদীস নং-২৭৪)

১১. সমস্ত শরীরে এমনভাবে তিনবার পানি পৌঁছানো, যেন একটি পশমের গোড়াও শুষ্ক না থাকে। (আবু দাউদ, হাদীস নং-৪৯/ মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস নং- ৮১৩)

তবে নদী-পুকুর ইত্যাদিতে গোসল করলে কিছুক্ষণ ডুব দিয়ে থাকলেই তিন বার পানি ঢালার সুন্নাত আদায় হয়ে যাবে। (আবু দাউদ, হাদীস নং-২৪৯/ মুসান্নাফে ইবনে আবী শাইবাহ, হাদীস নং-৮১৩)

১২. সমস্ত শরীর হাত দ্বারা ঘষে-মেজে ধৌত করা। (তিরমিযী, হাদীস নং-১০৬)

# মহিলা এবং পুরুষের গোসলের নিয়ম একই।


প্রশ্ন ৩: ইউটিউবে ভিডিও দেখে দুয়ার উচ্চারণ শিখতে চাই তাহলে কি সেটা গুনাহ হবে?

উত্তর : ইউটিউব এর ভিডিও হতে দুয়ার উচ্চারণ শিখতে পারবেন।


প্রশ্ন ৪: আমার প্রায় ১৩ ভরির মত গহনা আছে। গহনা বাদে যাকাতযোগ্য  অন্য কিছু নেই। এখন আমাকে কি যাকাত আাদায় করতে হবে?

উত্তর : জ্বী,আপনাকে যাকাত দিতে হবে। গয়না ৭ ভরির বেশি হলে যাকাত দিতে হয়।


প্রশ্ন ৫: সূরা ইয়াছিন টানা ৪১ দিন পড়ে দুয়া করলে,সেই দুয়া কবুল হয়।এটা কি  সত্য?

উত্তর : সুরা ইয়াসিন খতম দেয়ার কথা কুরআন হাদীছের কোথাও নেই । ৪১ বার সুরা ইয়াসিন না পড়ে কুরআন সিরিয়ালি পড়া শুরু করে শেষ পর্যন্ত পড়ুন।

সুরা ইয়াসিন বা দোয়া ইউনুছ (আঃ) এর খতম বা খতমে নির্দিষ্ট কোন সংখ্যা বর্ণিত নেই । তবে দোয়া ইউনূছ (আঃ) পড়ার পর দোয়া করলে দোয়া কবুল হয় ।একটা দুর্বল হাদীছ পাওয়া যায় যেখানে বলা হয়েছে চল্লিশ বার দোয়া ইউনুছ (আঃ) পড়ে দোয়া করলে দোয়া কবুল হয় ।

এছাড়া কুরআন তিলাওয়াতের পর দোয়া করলে দোয়া কবুল হয় ।সে হিসেবে সুরা ইয়াসিন পড়ে দোয়া করতে পারেন ।

Related Posts

Comments