Featured Post

ইসলামিক প্রশ্ন উত্তর পর্ব: ১

ইসলামিক প্রশ্ন উত্তর পর্ব


ইসলামিক প্রশ্ন উত্তর পর্ব: ১ 

১. প্রশ্ন : অভাব অনাটন, বিপদ - আপদ দূর করার জন্য কোন আমল আছে?

উত্তর : আসসালামু আলাইকুম। আমরা সবাই জানি ইস্তেগফার এর আমল মানুষ কে সকল সংকট থেকে পরিত্রাণ দেয়। যারা নিয়মিত ইস্তেগফার করে আল্লাহ তাদেরকে অকল্পনীয় উৎস থেকে রিজিক দেন এবং সাহায্য করেন। আল্লাহর কাছে অই আমল বেশি প্রিয়,যা প্রতিদিন করা হয়,যদিও তা অল্প হয়। তাই আমরা যারা দুর্দশাগ্রস্থ আছি, সবাই প্রতিদিন ইস্তেগফার করার চেষ্টা করি। প্রতিদিন অন্তত ১০০ বার ইস্তেগফার করার চেষ্টা করি। দুই মিনিট সময় লাগবে শুধু। আর যারা বেশি পারেন বেশি পড়বেন,কিন্তু অনুরোধ, আমরা ভালো থাকি বা খারাপ থাকি, সুখে থাকি বা দুঃখে থাকি, আমল টা যেনো প্রতিদিন করি। আল্লাহ আমাদের সবাইকে সকল ক্ষেত্রে সফলতা দিবেন ইনশা আল্লাহ। 

সবচেয়ে ছোট ইস্তেগফার হচ্ছে "আস্তাগফিরুল্লাহ" এটা পড়লেও হবে ইনশা আল্লাহ। তবে যেনো শুদ্ধ বানান টা পড়ি। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা সবাই কে হেফাজতে রাখুক।

২. প্রশ্ন : সৌন্দর্য বর্ধনের উদ্দেশ্যে রূপচর্চা করা, শরীর চর্চা , আকর্ষণ বাড়ানোর জন্য ওজন কমানো কি জায়েজ আছে?

উত্তর : রুপচর্চা। শরীর চর্চা। ওজন কমানো জায়েজ ।

৩. প্রশ্ন :মনের আশা পূরণের জন্য কি দোআ করবো?

উত্তর : নির্দিষ্ট কোন প্রয়োজন পুরণের জন্য সালাতুল হাজতের নামাজ পড়ুন।

৪. প্রশ্ন :  আমার ছেলে জন্মের সাথে সাথেই প্রায় দুই মাস NICU তে ছিল তারপর মারা গেল। এখন কি আমার আকিকা দেয়া লাগবে?

উত্তর :  আক্বীকার বিধান মূলত জীবিতদের উদ্দেশ্যে। মৃত্যুর পর পূর্বের মত আর আক্বীকার গুরুত্ব বাকি থাকেনা। তাই এখন আকীকার প্রয়োজন নেই।

৫. প্রশ্ন : তাবিজ পড়া গুনাহ কিন্তু ঝাড় ফুক করা কি গুনাহ? কুরআনের আয়াত পরে ত ফুক দেয়া যায়,কিন্তু গলায় কাটা আটকালে বা হাত পা ভাংগলে কিংবা অনেকে আমাদের এমনি ঝেড়ে দেয় মাথায় শরীরে ফুক দিয়ে দেয় বা আমরা মুরুব্বিদের কাছে ঝাড়তে যাই সেটা কি ঠিক?

উত্তর : কুর'আন ও হাদীসে বর্ণিত কোন দু'আ পড়ে ফুঁ দেওয়া যাবে, সমস্যা নেই। নিজে নিজেই এ আমল করা যাবে। নিজে না পারলে যে সহীহ ভাবে পড়তে পারে তার সাহায্য নেওয়া যাবে। সাহায্যের জন্য  কোন পরপুরুষের কাছে যাওয়া যাবে না।



Related Posts

Comments