Featured Post

ইসলামিক প্রশ্ন উত্তর পর্ব: ৩


ইসলামিক প্রশ্ন উত্তর পর্ব

ইসলামিক প্রশ্ন উত্তর পর্ব: ৩

প্রশ্ন ১ . নামাজে থাকা অবস্তায় বার বার হাই উঠলে কি করতে হবে/মুখে হাত দেয়া যাবে কি?

উত্তর: আসসলামু আলাইকুম, নামাজে থাকা অবস্থায় বার বার হাই উঠলে ডান হাত দ্বারা ঠেকাবেন।

প্রশ্ন ২. নামাজে/দোয়া করার সময় হাচি দিলে কি তার উত্তর দিতে হবে?

উত্তর: জি না, দিতে হবে না।

প্রশ্ন ৩. আজানের সময় কি কোরআান তেলাওয়াত করা যাবে?

উত্তর: আজানের সময় কোরআান তিলাওয়াত করা যাবে। তবে সুযোগ হলে উত্তম হলো আজানের জবাব দিয়ে অতপর কোরআন তিলাওয়াত করা।যেহেতু আজানের জবাব দেওয়া মুস্তাহাব। তবে করলেও গুনাহ হবেনা।

তিলাওয়াত বন্ধ রেখে আজানের জবাব দেওয়া মুস্তাহাব।

প্রশ্ন ৪. জিকির করার সময় কি হালকা শব্দ করে করতে হবে?নাকি মনে মনেই করা যাবে?

উত্তর: মনে মনে করা যাবে, তবে উচ্চারণ যেনো ঠিক থাকে সেদিকে খেয়াল রাখবেন।

প্রশ্ন ৫. প্রতিদিন গোসল করতে হবে?

উত্তর: গোসল ফরজ হওয়ার মত কোনো কারণ সংঘটিত না হলে প্রতিদিন ফরজ গোসল করতে হবেনা প্রতিদিনের অভ্যাস মাফিক আমরা যে গোসল করে থাকি এর কোনো নির্দিষ্ট নিয়ম নেই। আপনার যেভাবে ইচ্ছে করতে পারবেন।

ফরজ গোসলে তিনটি কাজ করা আবশ্যক। কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীরে এমন ভাবে পানি প্রবাহিত করা যাতে চুল পরিমাণ অংশ ও বাকি না থেকে যায়।

প্রশ্ন ৬. নিঃসন্তান মহিলারা মরিয়ম ফুল ভেজানো পানি খেলে কনসিভ  করে, এটা কি সত্যি? 

উত্তর: সন্তান দেয়ার মালিক একমাত্র আল্লাহ। কোন কিছু খেলেই প্রেগন্যান্ট হওয়া যাবে এমন কিছু কুরআন হাদিসে বলা হয়নি। মারিয়াম ফুল এর ক্ষেত্রেও একি কথা।  কোন কিছুকে নিজস্ব প্রভাবশীল ভেবে খেয়ে এরুপ বিশ্বাস রাখা যাবেনা। তবে দুনিয়াবি অনেক চিকিৎসা ঔষধ পাতির উসিলায় আল্লাহ সুস্থতা বা অন্য নেয়ামত দিয়ে থাকেন।

এই ফুল ভিজানো পানি সেবন বাচ্চা কনসিভ এবং বাচ্চা সহজে প্রসবের ক্ষেত্রে কোন ঔষধ হিসেবে উসিলা হয়ে কাজ করতেও পারে আল্লাহ চাহেত। এ ব্যাপারে চিকিৎসাবিজ্ঞান হতে কিছু জানা যেতে পারে।


Related Posts

Comments

Post a Comment

Please don't enter any spam link in the comment box